চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা আকিব হোসেন (৩২) নামে এক প্রবাসী যুবক খুন হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পূর্ব চান্দগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আকিব ওই এলাকার বাসিন্দা। তিনি দুবাই প্রবাসী। খুনের ঘটনায় তার স্ত্রী পুষ্প আকতার ও সাইফুল ইসলাম নামে প্রতিবেশি এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছে, আকিব দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে দুবাই প্রবাসী। মাসখানেক আগে তিনি দেশে ফেরেন। এরপর থেকে তার স্ত্রী ও প্রতিবেশী সাইফুলকে নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিষয়টি মীমাংসার জন্য শনিবার রাতে সাইফুল আকিবের বাসায় আসেন। এসময় তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে আকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির জানান, আকিবের স্ত্রীর সাথে প্রতিবেশী যুবক সাইফুলের পরকীয়া সম্পর্কের সন্দেহ থেকে তর্কাতর্কির একপর্যায় ছুরিকাঘাতের শিকার হন আকিব। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পাশাপাশি নিহতের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। নিহত আকিবের লাশ চমেকে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/এএম