চট্টগ্রামের ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের লাইনম্যান ও কারিগরি কর্মকর্তারা একযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে অফিসে গিয়ে জমা দিয়েছেন কাজের সরঞ্জাম, অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোন, গাড়ির চাবি, এমনকি গণছুটির ফরমও। ফলে ফটিকছড়ি অধিকাংশ এলাকা অন্ধকারে ডুবে আছে, অতিষ্ঠ সাধারণ মানুষ।
রবিউল ইসলাম নামের এক গ্রাহক বলেন, ‘ঘরে খাবার পানি নেই, ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা আর অসুস্থ মানুষদের নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। ফোন করলে অফিস থেকে কেউ রিসিভ করে না। আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছে।’
হঠাৎ এই অচলাবস্থায় যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ম্যানেজার আবুল বাশার শামসুদ্দিন আহমদকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী জানন, পল্লী বিদ্যুৎ কর্মীদের আন্দোলন শেষ করে কাজে ফেরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে বিকল্পভাবে আউটসোর্সিং লোকবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ