চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন মা ও ভাইকে কুপিয়ে জখম করেছে ইয়াছিন নামের এক যুবক। আহত মো.মাসুম (৩৫) ও জুলেখা খাতুন (৫৫) চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোঁলা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ইয়াছিন পালিয়ে যায়।
জানা যায়, বেশ কিছুদিন ধরে ঘাতক মো. ইয়াছিন ও তার ভাই মাসুমের মধ্যে বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে একটি শুকনো পাতার বস্তা সরানোকে কেন্দ্র করে ঝগড়ার শুরু হয়। এক পর্যায়ে ধারালো রামদা দিয়ে ভাই ও মাকে কুপিয়ে গুরুতর জখম করে ইয়াসিন। এসময় প্রতিবেশীরা আহত দুইজনকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ