সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিপক্ষ বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশে রয়েছে চারটি পরিবর্তন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পারভেজ হোসেন ইমনকে বাইরে রেখে দলে নেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যদিও কোনো আনুষ্ঠানিক ইনজুরির তথ্য জানা যায়নি। এ ছাড়াও স্পিনার শেখ মাহেদীর বদলে একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।
অন্যদিকে মোস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় বাঁ-হাতি পেসার হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদের পরিবর্তে খেলছেন নাহিদ রানা।
এদিকে, সংযুক্ত আরব আমিরাত দলেও কিছু পরিবর্তন এসেছে। আজকের ম্যাচে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার সাগির খানের, যিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকের আলি (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তানভির ইসলাম, নাহিদ রানা।
সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আর্যাংশ শর্মা (উইকেটকিপার), আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশর, মুহাম্মদ জোহাইব, হায়দার আলী, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মতিউল্লাহ খান, সাগির খান
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/মুসা