চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে আজ সোমবার। এ উপলক্ষে ফেরির সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে।
এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের যুক্ত হওয়ার কথা রয়েছে।
সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী।
স্থলভাগ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে যাতায়াতের দুর্ভোগ ও ভোগান্তি দীর্ঘদিনের। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি, বিদ্যুৎ, সড়ক, রেল পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সন্দ্বীপের সন্তান। সরকারে যোগ দেওয়ার পর থেকে পিছিয়ে পড়া এই জনপদের যাতায়াতের দুর্ভোগ কমাতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। ফেরি সার্ভিস প্রকল্পটি তার মধ্যে অন্যতম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন