চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। এখনও দৃশ্যমান কোনো সংস্কার করতে পারেনি তারা।
সোমবার (১৭ মার্চ) চট্টগ্রামের আনোয়ারায় শাহ মোহছেন আউলিয়া মাজার সংলগ্ন মাঠে বটতলী ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে তাদের নেতাকর্মীদের মাথা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে তারা। বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে ধর্ষণ, হত্যা, চাঁদাবাজিসহ নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে বিএনপির সকল নেতাকর্মী ও দেশের মানুষকে সজাগ থাকতে হবে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি লুৎফর এনাম চৌধুরী টিটুর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার রফিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, সদস্য রফিক ডিলার, মো. কাশেম, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু, মনছুর উদ্দিন, মো. আকতার, আবু ছালেহ, নুরুল ইসলাম, মো. জসিম, ইউছুফ মাষ্টার, মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আল মামুন সাদ্দাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা