‘ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসঙ্গে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছেন, সেটি কোনোভাবে ব্যাহত করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। সবাইকে ঐকমত্য থাকতে হবে। না হয়, আবারো ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে’।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেদ মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে চট্টগ্রাম প্রেসক্লাবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, আইইবি’র চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খুরশেদ আলম, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম, আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা সদস্য গোলাম মওলা মুরাদ।
আরও বক্তব্য রাখেন প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম. নছরুল কদির, রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, প্রকৌশলী এমাদুল হক, প্রকৌশলী ওসমান গণি, সিরাজুল করিম মানিক, ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান শহিদুল ইসলাম, প্রকৌশলী নাসির উদ্দির চৌধুরী, প্রকৌশলী একে এম মামুনুর রশিদ, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী সুজিৎ কুমার নন্দী, প্রকৌশলী ওহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য হাসান মুকুল প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই