চট্টগ্রামের ফটিকছড়িতে অগ্নিকাণ্ডের চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার নানুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম নানুপুর গ্রামের বড়ুয়াপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম জানান, নানুপুর বড়ুয়াপাড়ার নিলু বড়ুয়া, দিলীপ বড়ুয়া, দীপঙ্কর বড়ুয়া ও আদেশ বড়ুয়ার সেমি পাকা বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।আগুনে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে।
আগুন লাগার খবর প্রচার হলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত টিম লিডার কামাল উদ্দিন চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডি প্রতিদিন/নাজিম