সিলেট-১ আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার জোহরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে হাজারও নেতাকর্মী ও সমর্থক নিয়ে তিনি প্রচারণা শুরু করেন।
এর আগে আরিফুল হক চৌধুরী সিলেট-১ ও সিলেট-৪ দুটি আসনের মধ্যে কোনটি থেকে নির্বাচনে আগ্রহী এ নিয়ে জল্পনা-কল্পনা ছিল। কিন্তু গত রবিবার ঢাকায় মহাসচিবের সাথে বৈঠককালে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি সিলেট-৪ নয়, সিলেট-১ আসন থেকেই নির্বাচন করতে আগ্রহী। দল থেকে মনোনয়ন দেওয়া হলে তিনি ওই আসন থেকেই নির্বাচন করতে চান।
বুধবার আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নেমে বলেন, ‘৩১ দফার প্রচারণার মধ্য দিয়ে আজ আমি আনুষ্ঠানিকভাবে সিলেট-১ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনগণকে সাথে নিয়ে মাঠে নেমেছি। নিশ্চয় দল আমার জনপ্রিয়তা বিবেচনা করবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনগণের সম্পৃক্ততা ও ভালোবাসা যাদের সঙ্গে থাকবে, দল তার পক্ষেই সিদ্ধান্ত নেবে। আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি, বরং ৪৭ বছর ধরে দলের সঙ্গে আছি। দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’
সিলেটের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, ‘যখনই বিএনপি ক্ষমতায় এসেছে, তখনই সিলেটের উন্নয়ন হয়েছে। এখন বৈষম্য চলছে। মঙ্গলবার একনেকে সিলেটের কোনো প্রকল্প না থাকায় আমরা হতাশ হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাই। সিলেটের মানুষ আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি আদায় করবে।’
বিডি প্রতিদিন/এমআই