সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার পারাইরচক এলাকায় রয়েল সিটির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর পারাবত এক্সপ্রেসের ছাদে ছিলেন ওই যুবক। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্র অসাবধানতাবশত ছাদ থেকে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তবে নিহত যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন