সিলেটের গোলাপগঞ্জে জুলাই বিপ্লবে শহিদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরীর উদ্যোগে সোমবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, জুলাই বিপ্লবে হতাহতদের ত্যাগেই আজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। তাদের বীরত্বের কারণে প্রায় দেড় যুগ জাতির বক্ষ চেপে থাকা স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশকে স্বৈরাচারমুক্ত করতে দেশের অসংখ্য মানুষ রাজপথে প্রাণ দিয়েছেন। গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করে অসংখ্য মানুষ দুর্বিষহ জীবন যাপন করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান উতু, সাংগঠনিক সম্পাদক মাহতাবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, যুগ্ম আহ্বায়ক জাহেদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাবেদ আহমদ, জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ জিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান শিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আশফাক আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এমরান আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা