নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর ৪১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
এনইউবির ভাইস চ্যান্সেলর ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউজিসি মনোনীত এনইউবির সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য হালিমা সুলতানা জিনিয়া, লাবিবা আব্দুল্লাহ, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদসহ অন্যান্য সিন্ডিকেট সদস্যবৃন্দ।
সভায় ৪০তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী ও ৪০তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন করা হয়। ২৮৮ জন গ্র্যাজুয়েট এবং ১৫৩ জন পোস্টগ্র্যাজুয়েটের ফলাফল অনুমোদন ছাড়াও নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তাদের তালিকা অনুমোদন করা হয়।
এছাড়া সভায় একাডেমিক কাউন্সিল সভার নতুন সদস্য মনোনয়ন অনুমোদন, বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি পুনর্গঠন, এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।