আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সচেতনতামূলক প্রকৃতিবন্ধন। ‘ওজোন স্তর বাঁচলে পৃথিবী বাঁচবে’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শহরের সাতপাই উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংহতি।
বিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় অংশ নেয় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থী। এতে ওজোন স্তরের ক্ষয়, তার প্রভাব এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুল কবীর মুন্না। বক্তব্য রাখেন শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক আলপনা বেগম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, বিদ্যালয়ের গণিত শিক্ষক এনায়েত খান, ভৌতবিজ্ঞান শিক্ষক ইসরাত জাহান, বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘সেভ দ্য অ্যানিমেল অব সুসং’-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সবুজ সংহতির সাংগঠনিক সম্পাদক মির্জা হৃদয় সাগর এবং পরিবেশকর্মী শংকর ম্র।
আলোচনা শেষে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে ওজোন স্তর সুরক্ষার আহ্বানে একটি শান্তিপূর্ণ ‘প্রকৃতিবন্ধন’ অনুষ্ঠিত করে। এতে তারা বায়ুমণ্ডলের দূষণ রোধে নিজেদের সচেতন থাকার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়।
উল্লেখ্য, প্রতি বছর ১৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ