‘বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’-এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগম। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান, সহ-সভাপতি মিনতি ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা পলি, আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ