সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনের জন্য সুপারিশ করেছে সরকার।
মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের ২৯তম সভায় এ অনুমোদনের সুপারিশ করা হয়। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
দেশে বাড়তে থাকা চাহিদা মেটাতে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য জিটুজি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতিতে ওই কোম্পানি থেকে ইউরিয়া সার আমদানি করতে এই চুক্তি স্বাক্ষর করা হবে।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/বাজিত