দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটের কারণে দীর্ঘ যানজট ও ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।
আজ মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া প্রান্তে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ক্যানালঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে বর্তমানে কেবল ৪ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। বাকিগুলো ঝুঁকিপূর্ণ বা বন্ধ রয়েছে। ফলে যানবাহন পারাপারে সময় লাগছে কয়েক ঘণ্টা।
ট্রাকচালকরা অভিযোগ করে বলেন, পদ্মা সেতু চালুর পর থেকে দৌলতদিয়া ঘাটের প্রতি অবহেলা বেড়েছে। বর্তমানে একটি ঘাট চালু থাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, দ্রুত সংস্কারকাজ শেষ করে ঘাটগুলো সচল করা হবে। বর্তমানে নৌরুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ