পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ২০০৩ সালে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তারই সম্মানে গাড়িটিতে লিখাছিল ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার-২০০৩’। পতিত স্বৈরাচার শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে সারা দেশ থেকে বেগম জিয়া এবং তার পরিবারের নামসহ তাদের সকল স্মৃতি চিহ্ন মুছে ফেলার সাথে সাথে সেই অ্যাম্বুলেন্সটিও পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে রাখা হলটির নামও পরিবর্তন করেছিল তৎকালীন সরকার।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান উপাচার্যের প্রচেষ্টায় শেরে বাংলা হল থেকে পুনরায় শহীদ জিয়াউর রহমানের নামে হল এবং অ্যাম্বুলেন্সটি আবারও সচল হয়ে ‘মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার-২০০৩’ নামে ফিরে এসেছে তার আগের চেহারায়।
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান পরবর্তী পবিপ্রবি ও বরিশাল ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়ের জন্য গত ২৮ সেপ্টেম্বর বরিশাল ক্যাম্পাসে গেলে সেখানে ক্যাম্পাসের এক কোণে অ্যাম্বুলেন্সটি পরিত্যক্ত অবস্থায় দেখে তিনি মর্মাহত হন এবং সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তাকে ডেকে অ্যাম্বুলেন্সটি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার কারণ জানতে চান এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে সেটি পুনরায় চালুর নির্দেশ দেন।
উপাচার্যের নির্দেশনায় পরিবহন শাখার তত্ত্বাবধানে যথাযথ মেরামত শেষে এ্যাম্বুলেন্সটি গতকাল মঙ্গলবার আবারও আগের রূপে ফিরে এসেছে। ক্যাম্পাসের চিকিৎসা সেবায় এ্যাম্বুলেন্সটি যুক্ত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো ক্যাম্পাস পরিবার উপাচার্যের এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ