দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সময়ে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিও জানান।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীরা রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে, শিক্ষার্থীরা বিভিন্ন হলের গেইটে গিয়ে বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষার্থীরা 'ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না' স্লোগান দিয়ে ধর্ষণবিরোধী কঠোর পদক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানান।
অবরোধ চলাকালে নাজমুল নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ''দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। ধর্ষকরা আট বছরের শিশুকে পর্যন্তও ছাড়েনি। এমনকি আন্তর্জাতিক নারী দিবসেও দেশে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ‘মৃত্যুদণ্ড’ এবং দ্রুততম সময়ে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।''
এসময়, সাধারণ শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবি জানান এবং নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিডি প্রতিদিন/মুসা