রোজার প্রথম দিনে গণ-ইফতার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই গণ-ইফতার কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১ মার্চ) গণতান্ত্রিক ছাত্রসংসদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। প্রকাশিত এক ফটোকার্ডে বলা হয়, স্বৈরাচার মুক্ত রমজানের প্রথম ইফতার আমাদের। ২ মার্চ গণ-ইফতার কর্মসূচির স্থান টিএসসি।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাবি শাখার যুগ্ম সদস্য সচিব রেজওয়ান আহমেদ রিফাত জানান, স্বৈরাচার এবং গণহত্যাকারী হাসিনার পতনের পর প্রথম ইফতার এটি। স্বৈরাচারের সময় আমরা স্বাধীনভাবে ইফতার করতে পারিনি। এমনকি রমজানে ইফতার করার জন্যও খুনি লীগের হামলার শিকার হতে হয়েছিল অনেককে। আমরা আজ প্রথম রোজায় গণ-ইফতারের মধ্য দিয়ে আমাদের সেই স্বাধীনতা প্রকাশ করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন