নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, পানিসম্পদ, কৃষি, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাসহ এর আর্থ-সামাজিক নানা প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে। অনেকেই অভ্যন্তরীণ অভিবাসনে বাধ্য হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অভিযোজন ও প্রশমন উভয়দিক থেকেই কাজ করতে হবে।
সিরাজগঞ্জের জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র-২ হার্ডপয়েন্টে আয়োজিত ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) সেবা-১২ ইয়ুথ পার্লামেন্টের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে। ইয়ুথ পার্লামেন্টের বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বৈশ্বিক জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় প্রশমন অপেক্ষা অভিযোজনকে বেশি গুরুত্ব দেবে’।
নোবিপ্রবি উপাচার্য আরও বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনসহ দেশের সকল চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। নদ-নদী ও খাল-বিল দখলমুক্তকরণ ও পরিবেশের দূষণ রোধে তরুণদের একত্রিতভাবে কাজ করতে হবে। আমি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব দিতে রোভার স্কাউটসহ তরুণ স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাই।
বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির সদস্য ও ডেপুটি কমডেকা চিফ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশীদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম।
অনুষ্ঠান শেষে নোবিপ্রবি উপাচার্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তাঁবুসহ ক্যাম্প এলাকা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই