সারাদেশে চলমান ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে গায়েবানা জানাজা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানানো হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে এ দাবি জানান তারা।
আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, দেশে একের পর এক খুন, ছিনতাই ও ধর্ষণসহ নৈরাজ্যের ঘটনা ঘটছে। আর আমরা চোখ বুঁজে বসে আছি। উপদেষ্টামণ্ডলী চেয়ারে বসে সুশীলগিরী দেখায়। অথচ নারীরা জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই নারী সমাজ। আজ গণঅভ্যুত্থান পরবর্তী দেশে তারা ধর্ষিত হচ্ছে।
আইন বিভাগের শিক্ষার্থী প্রসনজিৎ সরকার বলেন, দেশে এক অরাজকতার সৃষ্টি হয়েছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কোনো কাজই আমরা দেখতে পাচ্ছি না। তিনি কাঠের পুতুলের মতো গদিতে বসে আছেন। আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু তিনি গতকাল রাতে সংবাদ সম্মেলনে এসে শিশুসুলভ কথাবার্তা বলেছেন। অবিলম্বে তার পদত্যাগ চাই।
কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত