“শুভ কাজে, সবার পাশে”— এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় বসুন্ধরা শুভসংঘ, জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক চায়না বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জীবন রায়, সহ-সভাপতি বাপ্পী বর্মন, পল্লী চিকিৎসক রিপা আক্তার, সাংবাদিক তোফাজ্জল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সহ-সম্পাদক কামরানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সহকারী শিক্ষক জেনি আক্তার, বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি আইরিন আক্তার রিপা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল বাবু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, অর্থ সহ-সম্পাদক মোছা. শিমু আক্তার, দপ্তর সম্পাদক এনামুল হক, প্রচার সহ-সম্পাদক মো. জাবেদ মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক জুঁই আক্তার, অসিম তালুকদার, নেহার দেবনাথ ও আশিক নুর প্রমুখ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা আব্দুল আহাদ। তিনি বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই শিক্ষামূলক ও জনকল্যাণমূলক এই আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা শুভসংঘ সবসময় পাশে থাকবে।”
সভাপতির বক্তব্যে মো. শাহীন আলম বলেন, “সুস্থ থাকতে হলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, পুষ্টিকর খাবার গ্রহণ, জাঙ্ক ফুড পরিহার, নিয়মিত হাত ধোয়া এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধে সচেতন হতে হবে।”
সহ-সভাপতি সঞ্জীবন রায় শুভসংঘের এ জনহিতকর উদ্যোগের প্রশংসা করে বলেন, “এই সচেতনতা সভা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি আশাবাদী।”
আলোচনা শেষে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও সুস্থ জীবনযাপনের অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া