একসময় মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন সমুলা খাতুন। কয়েক মাস আগে মুখ ও গলার বিরল রোগে আক্রান্ত হয়ে তিনি কর্মক্ষমতা হারান। মায়ের এ দুরবস্থা দেখে স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েছেন মেয়ে লালবানু। অর্থাভাবে তাদের চিকিৎসা সম্ভব হচ্ছে না। বর্তমানে তারা অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার অসুস্থ এই মা-মেয়ের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
সোমবার উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে গিয়ে তাদের হাতে অর্থ সহায়তা তুলে দেন মধ্যনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘ।
এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বসুন্ধরা শুভসংঘের আহ্বায়ক আল-আমিন সালমান, সদস্য শিহাব মিয়া, নিরব আহমেদ, কাইয়ুম বাদশাহ ও শফিকুল ইসলামসহ অনেকে।
বসুন্ধরা শুভসংঘের সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে সমুলা খাতুন ও তার মেয়ে লালবানু বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কষ্টে দিন কাটাচ্ছি। কেউ খোঁজ নেয়নি। বসুন্ধরা শুভসংঘ খাদ্য সহায়তার অর্থ দিয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ। বসুন্ধরা গ্রুপের জন্য দোয়া রইল, তারা যেন অসহায় মানুষের পাশে সবসময় থাকে।
আহ্বায়ক আল-আমিন সালমান বলেন, বসুন্ধরা শুভসংঘ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে। অসুস্থ মা-মেয়ের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/এমই