ময়মনসিংহের নান্দাইলে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির উদ্যোগে কমিটি পরিচিতি ও আত্মহত্যা প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে ‘পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে জীবন শেষ নয়, ঘুরে দাঁড়াতে হবে’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি শুভ রায় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিজয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন আহসান কবির সোহাগ, বাবলি দাস এবং দৈনিক কালের কণ্ঠ-এর ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ইসতিয়াক হাসান নাসিম, আরিফ রাব্বানী ফাহিম, যুগ্ম সম্পাদক প্রাণ কুমার সাহা, শহী হাসান সাজিব, দপ্তর সম্পাদক সাদনান সাদি, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম সরকার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রমি সাহা, অর্থ সম্পাদক তপু আকন্দ, প্রচার সম্পাদক ফাতেমা তুজ জহুরা বিথি, কর্ম ও পরিকল্পনা সম্পাদক জাকিয়া সুলতানা সিফা, নারী ও শিশু সম্পাদক রাশমিন ইসলাম রাফিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রকিবুল হাসান রকি, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইকরা, আপ্যায়ন সম্পাদক অভি দত্ত এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক জিথ সাহা, কার্যকরী সদস্য জাবির আহম্মেদ, ইমতিয়াজ হাসান রাফি, ইসরাত জাহান জিনিয়া, সোফাত বিনে রাফা, আফরিদা মেহরাজ মৃদুলা, আহসানুল্লাহ নুর ও তামিম হাসান মণ্ডল।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা একসঙ্গে শপথ পাঠ করে—‘আমরা জীবনকে ভালোবাসব, ব্যর্থতায় নয়, ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাব।’
বক্তারা বলেন, আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি সমাজ ও পরিবারের জন্য এক ভয়াবহ বিপর্যয়। সাম্প্রতিক সময়ে পরীক্ষায় অকৃতকার্য হয়ে হতাশায় ভুগে অনেক শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু সেটিই শেষ নয়; বরং ব্যর্থতাকে জয় করাই প্রকৃত সাফল্য।
প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক বলেন, এইচএসসি পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে, তাদের এখন থেকেই নতুন করে প্রস্তুতি নিতে হবে। আত্মহত্যা কখনো সমাধান হতে পারে না। সামনে আরও অনেক সুযোগ রয়েছে— শুধু সাহস রাখতে হবে এবং পরিবারের সমর্থন নিতে হবে।’
বক্তারা আরও বলেন, আত্মহত্যা ধর্মীয়ভাবে গুরুতর পাপ ও নৈতিক অপরাধ। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। (সূরা নিসা, আয়াত ২৯)
তেমনি হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মেও আত্মহত্যাকে মহাপাপ হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ জীবন স্রষ্টার দান—এটি বিনষ্ট করার অধিকার মানুষের নেই।
অনুষ্ঠানের শেষাংশে বক্তারা সবাইকে আহ্বান জানান—চলুন, জীবনকে ভালোবাসি, একে আরও সুন্দর করে গড়ে তুলি। আত্মহত্যা নয়, ঘুরে দাঁড়ানোই হোক আমাদের জীবনের মূলমন্ত্র।
বিডি প্রতিদিন/কেএইচটি