চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ও মানবদেহের জন্য ক্ষতিকর ৬০ টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছে কাস্টম কর্তৃপক্ষ। তিনটি কনটেইনারে থাকা এই পণ্য চীন থেকে আনা হয়।
চট্টগ্রাম কাস্টম হাউস, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল ও কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযানে নগরীর উত্তর কাট্টলীর একটি বেসরকারি ডিপো থেকে পণ্যগুলো জব্দ করা হয়। মঙ্গলবার কাস্টম হাউস সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাজধানীর মতিঝিলের এইচপি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানের নামে গত ১৬ আগস্ট সোডা অ্যাশ লাইট ঘোষণায় তিন কনটেইনার পণ্য আমদানি করা হয়। পরে এগুলো গোল্ডেন কনটেইনার ডিপোতে নেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে খালাস স্থগিত করে কাস্টম কর্তৃপক্ষ। ১৬ সেপ্টেম্বর কায়িক পরীক্ষায় পণ্যটি সন্দেহজনক হওয়ায় রাসায়নিক পরীক্ষা করা হয়, যাতে এটি ঘনচিনি হিসেবে শনাক্ত হয়।
ঘনচিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে ৩০ থেকে ৫০ গুণ বেশি মিষ্টি। শিশুখাদ্যসহ বিভিন্ন খাদ্যপণ্যে অসাধু ব্যবসায়ীরা এটি ব্যবহার করে থাকে, যা কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। পণ্যটি আমদানি-নিষিদ্ধ তালিকায় রয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার এইচ এম কবির বলেন, “আমদানি-নিষিদ্ধ এই পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বিডি প্রতিদিন/হিমেল