ডেঙ্গু প্রতিরোধ ও সমাজে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম জোরদার করতে উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর জেলা বসুন্ধরা শুভসংঘ। এ লক্ষ্যে রবিবার ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠে সভা আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুসাফির ইমরান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।
সভায় সিদ্ধান্ত হয় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়। একটি মাদকবিরোধী বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়।
সভাপতি মুসাফির ইমরান বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে। নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে ছিল, আছে ও থাকবে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
কার্যকরী সদস্য ইভা খন্দকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের নয়, আমাদের প্রত্যেকের সচেতনতা জরুরি। নিজ বাসস্থান ও আশপাশ পরিষ্কার রাখলেই অনেকাংশে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইমদাদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল বিপ্লব, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জয়, সদস্য আরিফুল ইসলাম রাকিবসহ অন্যরা।
বিডিপ্রতিদিন/এমই