রাজশাহীর চারঘাটে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমসুল্লার দুই স্ত্রী। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা, ফজেল উদ্দিন, নেকশাদ আলী, মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের ছেলে রহমতুল্লাহ। সন্তানদের মধ্যে বাবার রেখে যাওয়া জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রথম পক্ষের ছেলেরা ওই জমি ভোগ দখল করে আসছিলেন।
মঙ্গলবার দ্বিতীয় পক্ষের ছেলে রহমতুল্লাহ বড় ভাই গোলাম মোস্তফার কাছে জমির ভাগ দাবি করলে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গোলাম মোস্তফা (৬০), জাদু (৫০), লিটন আলী (৩৫), রিপন আলী (৩০), এনামুল হক (১৮), এজাজুল হক (২২), নাঈম আলী (১৮), আব্দুল কুদ্দুস আলী (৩৪), রফিকুল ইসলাম (৩৮) ও ফায়সাল হক (১৯) আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আশফাক