যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। এ নিয়ে মোট ১৬৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক রেড ক্রস এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) মঙ্গলবার গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মৃত ফিলিস্তিনিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেছে।
গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মঙ্গলবার মোট ১৫টি মরদেহ গ্রহণ করা হয়েছে।
গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরায়েলি নাগরিকদের প্রতিটি মরদেহের বিপরীতে দেশটি ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করবে। ইসরায়েল সোমবার নিশ্চিত করেছে, হামাস ১৩তম ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, বিবিসি, আল-জাজিরা, এএফপি
বিডি প্রতিদিন/একেএ