মিরপুরের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বড় বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে ৭ উইকেটে ধুঁকছে সফরকারীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪২ রন করেছে ক্যারিবীয়রা। জয়ের জন্য এখনও ৭০ রান দরকার।
আজ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মুখোমুখি হয়েছে তারা। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরু থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করা টাইগাররা নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২২ রান তোলে বাংলাদেশ। ছক্কা হাঁকিয়ে আকিল হোসেনের বলে বিদায় নেন সাইফ হাসান। এরপর ছোট ছোট জুটি গড়লেও নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ।
মিরপুরের স্পিন পিচে ক্যারিবীয়রা ঘূর্ণির পসরা সাজিয়ে দেয়। এতে সফলও হয় তারা। তাওহিদ হৃদয়কে ১২ রানে ফেরান গুডাকেশ মোটি। ১৫ রান করে আলিক আথানেজের বলে আউট হন নাজমুল হোসেন শান্ত। একই বোলারের বলে মাহিদুল ইসলাম অঙ্কন। সৌম্য সরকার দৃঢ়তা দেখালেও শেষ পর্যন্ত ৮৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪৫ রান করে আকিলের বলে আউট হন।
নাসুম ১৪ ও নুরুল হাসান ২৩ রান করে মোটির শিকার হন। তবে রিশাদ হোসেনের শেষের ঝড়ে দুইশ পার করে বাংলাদেশ। এই স্পিন অলরাউন্ডার ১৪ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজও। তিনি ৫৮ বলে একটি চারে ৩২ রান করেন।
উইন্ডিজ বোলারদের মধ্যে মোটি সর্বোচ্চ ৩টি উইকেট পেলেও ১০ ওভারে ৬৫ রান খরচ করেন। এছাড়া আকিল হোসেন ও আলিক ২টি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নামা সফরকারীদের ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা দেন নাসুম আহমেদ। ওপেনার ব্র্যান্ডন কিংকে শূন্য রানে ফেরান। পরের দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিশাদ। তিনি ২৮ রান করা আলিক আথানেজকে ফেরানোর পর ৩৫ রানে থাকা কেসি কার্টিকেও আউট করেন।
মাঝে তানভীর ইসলাম অভিষিক্ত আকিম অগাস্টে ও (১৭) ও শেরফেন রাদারফোর্ডকে প্যাভিলিয়নে ফেরান। রিশাদ নিজের অষ্টম ওভারে এসে ফের উইকেটের দেখা পান। এবার তিনি ১৫ রানে থাকা গুডাকেশ মোটিকে বোল্ড করেন।
আজ বাংলাদেশ দলে একটি পরিবর্তন হয়েছে। পেসার তাসকিন আহমেদের জায়গায় একাদশে সুযোগ পেলেন সিরিজের মাঝপথে যুক্ত হওয়া স্পিনার নাসুম আহমেদ।
উইন্ডিজ দলে দুটি পরিবর্তন এসেছে। প্রথম ওয়ানডেতে খেলা দুই পেসার জেডেন সিলস ও রোমারিও শেফার্ড বাদ পড়েছেন। দলে এসেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান আকিম অগিস, তিনি লেগ স্পিন করতে পারেন।
বিডি-প্রতিদিন/ আশফাক