আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা আই ইউনিটের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার দুপুরে হঠাৎ করে তার ব্যবহৃত ১২ লাখ ফলোয়ারের ফেসবুক আইডিটি ডিজেবল করে দেওয়া হয়।
তবে কে বা কারা এই সাইবার হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে জুলকারনাইন একটি গণমাধ্যমকে জানান, এর আগেও একবার তার ফেসবুক আইডিটি একটি সাইবার চক্র ডিজেবল করে দেয়। সেবার ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আইডিটি উদ্ধার করা হয়। এবারও আইডিটি পুনরায় সচল করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কেএ