দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা মিলে ভোলা-২ জাতীয় সংসদের ১১৫তম আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়নপ্রত্যাশীরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। বিএনপি থেকে অন্তত ছয়জন মনোনয়ন প্রত্যাশা করছেন। অন্যদিকে জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থী ঘোষণা করেছে। এ আসনে বিএনপি থেকে অন্যতম মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। স্বাধীনতার পর তিনিই প্রথম এ আসন থেকে ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। এ ছাড়া দলীয় মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা রফিকুল ইসলাম মমিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল ও সাবেক ছাত্রদল নেতা শহিদুল্লাহ তালুকদার। জামায়াতে ইসলামীর প্রার্থী ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা ফজলুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা রেজাউল করিম বোরহানী। খেলাফত মজলিস থেকে আবদুস সালাম প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।
জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্যমতে, দৌলতখান উপজেলায় একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং বোরহানউদ্দিন উপজেলায় একটি পৌরসভা এবং ৯টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনি আসন-১১৫ (ভোলা-২)। দৌলতখানে ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৯৭ জন। এর মধ্যে নারী ভোটার ৭৮ হাজার ৫৩৩, পুরুষ ৮৫ হাজার ৩৬৪ জন। বোরহানউদ্দিনের ভোটার ২ লাখ ২৬ হাজার ৩৩৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৬২ এবং পুরুষ ভোটার ১ লাখ ১৭ হাজার ৫৭৪ এবং তৃতীয় লিঙ্গ দুজন। মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ২৩৫ জন।