অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচন রবিবার (১৯ অক্টোবর) প্রশান্ত মহাসাগরের পারে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে মনিরুল হক জর্জ সভাপতি এবং আলমগীর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের অন্যান্য প্রার্থীরাও ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সব পদে জয়লাভ করেছেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. ওয়ালিউর ইসলাম। তাকে সহযোগিতা করেন সৈয়দ আকরামুল্লাহ সিএ, কামরুল ইসলাম সিএ এবং মঞ্জুশ্রী মজুমদার মিতা।
নির্বাচনে বিজয়ী হয়েছেন সভাপতি মনিরুল হক জর্জ ও সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সভাপতি খালেদা কায়সার, সহ-সভাপতি মো. মাহফুজুল হক চৌধুরী খসরু, মো. মোবারক হোসেন, মো. বেলাল হোসেন ঢালী ও মুস্তাফিজুর রহমান তালুকদার মনজু, সহ-সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিটন, গণেশ ভৌমিক, মো. মাকসুদুর রহমান চৌধুরী ও আফরিনা চৌধুরী, কোষাধ্যক্ষ ড. বিএন দুলাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক জুই সেন পাল, শিক্ষা সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরকার, সাংস্কৃতিক সম্পাদক তিশা তাসমিন তানিয়া, সহকারী সাংস্কৃতিক সম্পাদক লিনটাস হুবার্ট পেরেইরা, তথ্য ও প্রকাশনা সম্পাদক পুরবী পারমিতা বোস, কল্যাণ ও গবেষণা সম্পাদক কামাল পাশা, ক্রীড়া সম্পাদক মো. জিয়াউল কবির (জিওন), দপ্তর সম্পাদক মারুফ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য মো. শফিকুল আলম, রুহুল আহমেদ সওদাগর, সাদাত হোসেন, শাহনাজ পারভীন আভা, মোহাম্মদ সাজ্জাদ সিদ্দিক, ফয়সাল আজাদ, মো. কামরুজ্জামান ও হোসনে আরা তালুকদার আইরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি গামা আব্দুল কাদির, প্রাক্তন সাধারণ সম্পাদক ব্যারিস্টার সিরাজুল হক এবং কেম্পবেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী। তাঁরা নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানান এবং সংগঠনের ঐক্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
নির্বাচনের আগে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের প্রতিবেদন, কার্যবিবরণী ও আর্থিক হিসাব উপস্থাপন করা হয়, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল