রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক নারী গণমাধ্যমকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নতুন অনলাইন গণমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। গত শনিবার শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, স্বর্ণময়ী সম্প্রতি সহকর্মী কবি ও সাংবাদিক আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন। সহকর্মীদের অনেকে ধারণা করছেন, অভিযোগের বিচার না পেয়ে মানসিক আঘাত ও ক্ষোভ থেকেই স্বর্ণময়ী আত্মহত্যা করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিষয়টিকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অসংখ্য মানুষ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। যদিও ‘ঢাকা স্ট্রিম’ কর্তৃপক্ষ একটি বিবৃতিতে দাবি করেছে, স্বর্ণময়ীর মৃত্যুর সঙ্গে আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সম্পর্ক নেই। তিন মাস আগের অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
জানা গেছে, নিহত স্বর্ণময়ী বিশ্বাসের বাড়ি ঝিনাইদহ জেলায়। তিনি গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এক বছর আগে ঢাকা স্ট্রিমে যোগদান করেন তিনি। বাবা সত্যজিৎ বিশ্বাস, মা রোমা রানী বিশ্বাস ও ভাইয়ের সঙ্গে তিনি শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকতেন। স্বর্ণময়ীর বড় ভাই সৌরভ বিশ্বাস বলেন, দুপুরের পর থেকে আমার বোন রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে ছিল। দীর্ঘ সময় সাড়া না পেয়ে আমরা ডাকাডাকি করি। পরে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে দেখি, সে ফ্যানের সঙ্গে ঝুলছে। দ্রুত তাকে নামিয়ে ধানমন্ডি পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, পুপলার হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পরে লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
স্বর্ণময়ীর মৃত্যুতে ঢাকা স্ট্রিমের বিবৃতি
স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুর পর ঢাকা স্ট্রিম গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়েছে। এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় আমাদের সহকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের অকাল মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা স্ট্রিম পরিবার গভীরভাবে শোকাহত। তিনি কর্মপরিবেশে ছিলেন অত্যন্ত আন্তরিক; সহকর্মী হিসেবে ছিলেন বন্ধুভাবাপন্ন। দক্ষতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেছেন। এমন একজন সহকর্মী হারিয়ে আমরা যখন শোকে মুহ্যমান, তখন স্বর্ণময়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরনের প্রচারণা আমাদের চোখে পড়েছে।
সেই প্রেক্ষিতে জানানো যাচ্ছে, ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে গত ১৩ জুলাই মানবসম্পদ বিভাগে একটি অভিযোগপত্র জমা পড়ে। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আলতাফ শাহনেওয়াজকে বার্তাকক্ষ থেকে প্রত্যাহার করা হয় এবং অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়।