সখীপুর ও বাসাইল উপজেলা নিয়ে টাঙ্গাইল-৮ আসন গঠিত। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল, দলের উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি নাছিম এম খান রুনু। বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলার সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবদুল লতিফ মিয়া, খেলাফত মজলিসের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি রুহুল আমিন।
বিএনপির সম্ভাব্য প্রার্থী আহমেদ আযম খান বলেন, ‘বিগত সরকারের আমলে জুলুম-নির্যাতন সহ্য করে দলীয় কর্মসূচি পালন করতে হয়েছে। এখনো অনেক নেতা-কর্মীর নামে মামলা রয়েছে। মানুষের অধিকার ছিল না। আমরা আগামী নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার আদায় করতে চাই। আশা করছি, সব কিছু বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে আমি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব।’ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ মোহাম্মদ হাবীব বলেন, ‘৩০ বছরের হারানো আসনটি পুনরুদ্ধারে আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেব।’
বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন, ‘আমি ২০ থেকে ২৫ বছর ধরে বিএনপির রাজনীতিতে জড়িত। অনেক আগে থেকেই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করছি। এবার বিএনপি থেকে যদি মনোনয়ন পাই, তাহলে সাধারণ মানুষের জন্য আরও কাজ করতে পারব। হাইকমান্ডের ইশারায়ই প্রচার চালাচ্ছি।’ জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম খান বলেন, জনগণের মধ্যে পরিবর্তনের হাওয়া বইছে। জামায়াতে ইসলামী থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। আশা করছি, জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। দুই উপজেলা উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করব। সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা গড়ে তুলব।’