ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা। শিক্ষাসহ নানা ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই জনপদের মানুষ। এমন পরিস্থিতিতে নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে 'দেশ গঠনে নারীদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রভাষক অহিদুর রহমান।
এসময় তিনি বলেন, নারী শিক্ষার প্রসার না হলে দেশের সামগ্রিক অগ্রগতি ব্যাহত হয়। নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও কর্মক্ষেত্রে বৈষম্যরোধে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সভাপতি মো. ফজলে রাব্বি রিমন বলেন, গ্রামের মেয়ে থেকে শুরু করে শহরের উচ্চশিক্ষিত তরুণী—সবাইকে সমান সুযোগ দিলে বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। নারীর আর্থিক স্বাধীনতা, উদ্যোক্তা তৈরি, নেতৃত্ব বিকাশ এসব ক্ষেত্রেও বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। আগামীতে মনপুরা উপজেলায় আরও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।
বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোয়েব বলেন, নারী উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি অগ্রগতির পেছনে একজন নারীর পরিশ্রম, ধৈর্য ও অবদান নিহিত থাকে। আজকের বাংলাদেশে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, কৃষি, উদ্যোক্তা-খাতসহ প্রতিটি সেক্টরে স্বীকৃত অবদান রাখছেন। তাদের আরও সহায়তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
বসুন্ধরা শুভসংঘের নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘের এধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি নারীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মনপুরার মানুষ আশা করছে, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।
সভা পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মোনালিসা স্বর্ণা, নারী বিষয়ক সম্পাদক তানজিলা রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তানিয়া আক্তার।
এসময় বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তামজিদ আহমেদ সামি, ক্রীড়া সম্পাদক মো. জিহাদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জাফরুল ইসলাম আয়াতসহ সংগঠনের সদস্য এবং মনোয়ারা বেগম মহিলা কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নারীর সামগ্রিক উন্নয়ন, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, কর্মক্ষেত্রে অংশগ্রহণ, প্রযুক্তি দক্ষতা ও সমাজ পরিবর্তনে নারীর সক্রিয় ভূমিকা নিয়ে কথা বলেন বক্তারা।
নারী শিক্ষার প্রসারে নিজেদের অভিজ্ঞতা ও স্বপ্ন নিয়ে কথা বলেন মনোয়ারা বেগম মহিলা কলেজের শিক্ষার্থীরা। তারা বলেন, এই ধরনের অনুষ্ঠান আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা দেয়। এজন্য বসুন্ধরা শুভসংঘকে অসংখ্য ধন্যবাদ জানান তারা।
বিডি প্রতিদিন/কামাল