দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘যেখানে মাদক সেখানেই প্রতিরোধ, যেখানে মাদক সেখানেই প্রতিবাদ’—এই শ্লোগানকে সামনে রেখে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১ জুলাই) সকালে আগৈলঝাড়া উপজেলা সদরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী হলরুমে আলোচনা সভার সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহ আলম রাঢী।
সভায় বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সহকারী উপ-পরিদর্শক জাহিদ রাসুল, ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার। আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হারুন আর-রশিদ, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পুলিন বাড়ৈ, শিক্ষক সুশান্ত মজুমদার, বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি, বসুন্ধরা শুভসংঘর আগৈলঝাড়া সহ-সভাপতি আয়কর আইনজীবী সমীরন রায়, বসুন্ধরা শুভসংঘর আগৈলঝাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম প্রমুখ। আলোচনা সভা শেষে মাদক বিরোধী একটি র্যালি করা হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের সহকারী উপ-পরিদর্শক জাহিদ রাসুল বলেন, ‘মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঘর থেকে প্রতিবাদ করতে হবে। এলাকার উঠতি তরুণ সমাজও আকৃষ্ট হচ্ছে প্রতিনিয়ত। এসব মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা, গাঁজা, বাংলা মদ এতটাই সর্বগ্রাসী রূপ ধারণ করেছে যে, মাদকের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ না করলে এর ভয়াবহ পরিণতি কী হবে তা বলা প্রায় অসম্ভব। আমরা সবার সহযোগিতা চাই।’
বিডি প্রতিদিন/জামশেদ