জুলাই গণঅভ্যুত্থানের সনদের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই যোদ্ধারা। মঙ্গলবার বিকালে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় জুলাই যোদ্ধারা ছাড়াও ফেনীর শহীদ পরিবারের সদস্যরা মিছিল-অবস্থানে অংশগ্রহণ করে। এরপর আন্দোলনকারীরা দীর্ঘক্ষণ সড়ক অবরোধ করে শহরের দোয়েল চত্বর অবস্থান নেয়। শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, আমরা অনেক সময় অপেক্ষা করেছি। অবিলম্বে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। জুলাই যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সরকার যদি এখনই ঘোষণা না দেয়, তাহলে ৫০ বছর পর এই আন্দোলনকেই সন্ত্রাসী বলে ঘোষণা দেওয়া হবে। তাই আমরা বলছি-কালক্ষেপণ নয়, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিন।
বিডি প্রতিদিন/এমআই