বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার ১৯ নম্বর বেগুনবাড়ি ইউনিয়নের কোটাপাড়া মাদ্রাসা ও এতিমখানার ১৭ জনের হাতে ঈদ উপহার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
উপহার সামগ্রীর মধ্যে ছিল কাপড়, টুপি, আতর ও তসবি। বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে এতিম শিশুদের ঈদের খুশি যেন পূর্ণতা পেয়েছে। তাদের কোমল হৃদয়ে জায়গা করে নিয়েছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের আন্তরিকতা আর ভালোবাসা।
কোটাপাড়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাহে আলম বসুন্ধরা শুভসংঘকে বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়া শিক্ষার্থী ও এতিমদের প্রতি সহানুভূতিশীল হওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। আপনাদের দেওয়া এই উপহার শিশুদের কলিজাকে শীতল করে দিয়েছে।
বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাতুল হাসান বলেন, এ মাদ্রাসার শিক্ষার্থীরা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান। তাদের জন্য ঈদ উপহার একটি বড় ধরনের মানবিক সহায়তা। এমন মানবিক কাজের পাশে থাকতে পেরে খুব আনন্দিত বোধ করছি।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, ঈদ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।
এ সময় উপস্থিত ছিলেন কোটাপাড়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মাহে আলম, অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ শাহ আলম, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, ঠাকুরগাঁও পলিটেকনিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. রাতুল হাসান, ঠাকুরগাঁও জেলা শাখার রিফাত হাসান রিমু, সাকিবুল ইসলাম রুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই