দিনাজপুরের ফুলবাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফুলবাড়ি উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত বলেন, ‘শুভকাজে সবার পাশে বসুন্ধরা শুভসংঘ। শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক কাজে পুরস্কার দিয়ে উৎসাহিত করছে শুভসংঘ। এ কাজ অব্যাহত থাকবে।’
ফুলবাড়ির উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্ঞ্জলি কুমারি গুপ্তার উপস্থিতিতে, শুভসংঘের ফুলবাড়ি শাখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন, মহিব্বুল হোসেন, উপজেলা বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি মেহেদুল হক, অপু আহম্মেদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, ফাজকরুনী শাওন, প্রচার সম্পাদক সাদিকুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসানুর রহমান, অর্থ-সম্পাদক সোহানুর রহমান, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কোরবান আলী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাজ্জাদ, আমিনুল ইসলাম, নাইম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা