ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ভোলায় দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকালে ভোলায় বৃদ্ধনিবাসনের বৃদ্ধদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা বৃদ্ধনিবাসের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মালিক সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমেদ।
এছাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম. হাবিবুর রহমান, দৈনিক সমকাল ও সময় টেলিভিশনের ভোলা প্রতিনিধি নাছির লিটন, দৈনিক যুগান্তর ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি হাসিব রহমান, মানব কণ্ঠের প্রতিনিধি আনোয়ার সুজন, স্বদেশে প্রতিদিনের এইচআর সুমন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং নিজাম হাসিনা ফাউন্ডেশনের কর্মকর্তা আরিফুর রহমান, বৃদ্ধনিবাসের ব্যবস্থাপক সেলিম বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
পরে বাংলাদেশ প্রতিদিন বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/একেএ