বৃদ্ধাশ্রমে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হলো পাঠক প্রিয় দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ শনিবার পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার চৌরাস্তা সংলগ্ন দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রমে বয়স্কদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতে শরিক হন স্থানীয় সাংবাদিকরা।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটুর তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি মো. আতিকর রহমান পারভেজ, এখন টিভির প্রতিনিধি সৈয়দ হুমায়ুন কবির, নাগরিক টিভি’র জেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম সুমন, বসুন্ধরা শুভ সংঘের অর্থ সম্পাদক মো. মারুফ ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বৃদ্ধাশ্রম জামে মসজিদের ইমাম মাওলানা মো. শহিদুল ইসলাম।
উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদপত্রের জগতে নানা প্রতিকূলতা আর চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ প্রতিদিন পাঠকদের প্রিয় কাগজ হিসেবে নিজের শীর্ষস্থান দখল করে নিয়ে তা অব্যাহত রেখেছে। তাই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি পত্রিকাটির সাফল্য অব্যাহত থাকবে এমন কামনা করে উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল