কুমিল্লা আদর্শ সদর উপজেলার ছোটআলমপুরে আউশ ধানের প্রায়োগিক পরীক্ষণ মাঠে ‘বিনাধান-১৯ ও ব্রি ধান-৪৮ এর মূল্যায়ন’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ১৩ আগস্ট বিকেলে। আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কুমিল্লা উপকেন্দ্র।
বক্তারা জানান, বিনাধান-১৯ আউশ মৌসুমের স্বল্পজীবনকালীন (৯৫-১০০ দিন) একটি জাত। এ বছর কুমিল্লার বিভিন্ন স্থানে এর শস্য কর্তনে হেক্টরপ্রতি ফলন হয়েছে ৪.৫ থেকে ৬.২ টন পর্যন্ত। রোগবালাই কম হয় এবং ভাতের স্বাদ উন্নত। বছরে ৩-৪টি ফসল করতে ইচ্ছুক কৃষকদের জন্য শস্যবিন্যাসে বিনাধান-১৯ অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপ-প্রকল্প পরিচালক ড. মো. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা উপকেন্দ্র কুমিল্লার এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. হাসানুজ্জামান রনি, আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নিজাম উদ্দিন।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বক্তারা বিনাধান-১৯ কে খরাসহিষ্ণু জাত হিসেবে আগামী বছর থেকে অধিক পরিসরে চাষাবাদের পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/আশিক