শুরুটা গল্পের মতো। সন্তান স্ট্রবেরি খেতে চেয়েছে। তিনি কিনতে গিয়ে দেখলেন চড়া দাম। তখন ইচ্ছা করলেন নিজেই স্ট্রবেরি চাষের। তারপর কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কাজ শুরু করলেন। এবার তিনি সাত শতক জমিতে স্ট্রবেরি চাষ করেছেন।
এই চাষে তিনি সফলতার মুখ দেখেছেন। প্রতিবেশীরা এখন নতুন এই ফল দেখতে আসেন। আগামী বছর তিনি ৩০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করবেন। এই গল্পটা কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের আবদুর রউফের স্ত্রী মোসাম্মত হনুফা আক্তারের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পশ্চিম সিং বলা গাজীবাড়ি। বাড়ির পাশে উঁচু জমি। সেখানে স্ট্রবেরির জমি। রঙিন স্ট্রবেরিতে জমি বর্ণিল হয়ে আছে। গৃহিণী হনুফা আক্তার স্ট্রবেরি তুলে পাত্রে রাখছেন। প্রতিবেশী শিশুরা জমির পাশে ভিড় করলে তাদের হাতেও ফল তুলে দিচ্ছেন। ক্রেতারা জমি থেকে কিনে নিচ্ছেন কেজি প্রতি ৬০০ টাকা দরে। হনুফা আক্তার বলেন, আমার আগ্রহের কথা উপসহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগম আপাকে জানাই। তিনি হর্টিকালচার থেকে চারা সংগ্রহ করে দেন। এই কাজে আমার প্রবাসী স্বামী ও বাড়িতে থাকা শ্বশুর গোলাম মোস্তফা সহযোগিতা করছেন। প্রথমবার চাষ করেছি। অনেক প্রতিবেশীরা দেখতে এসেছেন। ১০ কেজির মতো বিক্রি করেছি। কয়েক কেজি স্বজনদের মাঝে বিতরণ করেছি। আগামীতে আরও বেশি জমিতে চাষের জন্য চারা করেছি। ফলের সঙ্গে চারাও বিক্রি করছি।
বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার বলেন, হনুফা আক্তার উদ্যমী কিষানি। তিনি নতুন ফসল করতে সব সময়ে আগ্রহী। তার দেখাদেখি অন্যরাও স্ট্রবেরি চাষে আগ্রহী হচ্ছেন।
বিডি প্রতিদিন/এমআই