কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর উত্তরপাড়ায় গ্রামবাসী ফসলি জমি থেকে ধাওয়া করে একটি মেছো বাঘ আটক করেছেন। সোমবার জগতপুর গ্রামের অটোরিকশা চালক নুরুন্নবী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বাড়ির পাশের ফসলি জমির আইলে ঘাস কাটছিলাম। মেছো বাঘটি কয়েকজন ধাওয়া করে আটক করে। পরে একটি কবুতরের খাঁচায় বিড়ালটিকে বন্দি করে রাখা হয়। বর্তমানে এটি আমার ভাই অলি উল্যার ঘরে রয়েছে।
অলি উল্যাহ বলেন, শখের বসে কবুতরসহ বিভিন্ন পাখি পালন করি। গ্রামবাসী মেছো বাঘটি ধরে আমার কাছে দিয়েছে। এটিকে নিয়মিত খাবার দিচ্ছি। সরকারি কোনো সংস্থা না নিলে অথবা আইনি বাধা না থাকলে বাঘটিকে স্থায়ীভাবে আমার কাছে রাখতে চাই।
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, একটি মেছো বাঘ জগতপুর গ্রামে খাঁচায় বন্দি আছে জানতে পেরে বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি। দ্রুত সমরে মধ্যে বাঘটি উদ্ধার করে সুস্থ্য করে বনে ছেড়ে দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম