সৌন্দর্যশিল্পের উদ্ভাবন এবং টেকসই চর্চার ধাপ হিসেবে বিজ্ঞান ও প্রকৃতির এক দারুণ মেলবন্ধনের নাম- ‘বায়োটেক বিউটি’। এটি বিউটি ফর্মুলেশন, উৎপাদন ও বিতরণের পুরো প্রক্রিয়াকে আমূল বদলে দিয়েছে। ২০২৩ সালে এটি সৌন্দর্য বিশ্বে বেশ সাড়া ফেলেছিল। কারণ, সে বছর ৫৭১ বিলিয়ন ডলারের প্রত্যাশিত আয় এবং বিক্রি বৃদ্ধি সত্ত্বেও, ভোক্তারা ব্যক্তিগত যত্নের পণ্যগুলো থেকে আরও বেশি কিছু দাবি করেন। তারা আরও উন্নত ও পরিবেশবান্ধব পণ্য চাইছিলেন, যা কঠোর সুরক্ষা মান মেনে চলে। শুধু ‘ক্লিন বিউটি’ (পরিচ্ছন্ন সৌন্দর্য) শব্দ দিয়ে আর ভোক্তাদের মন জয় করা যাচ্ছিল না, কারণ এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকে। ফলস্বরূপ সৌন্দর্যশিল্পে অন্তর্ভুক্ত হয় ‘বিউটি বায়োটেক’।
এটা কী, কীভাবে কাজ করে?
জীববিজ্ঞানের নীতি ব্যবহার করে যে কোনো প্রযুক্তিকেই জৈবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি বলা হয়। সৌন্দর্য খাতে সাধারণত ফার্মেন্টেশন, টিস্যু কালচার, জিএমও, সেল কালচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো কৌশল ব্যবহার করে পণ্য তৈরি করা হয়। এরই মধ্যে নানা ধরনের জীবন্ত অণুজীব ও আণবিক জীববিদ্যা ব্যবহার করে ল্যাকটিক অ্যাসিড, সোডিয়াম হায়ালুরনেট, পেপটাইড এবং বায়োস্যাকারাইডের মতো অনেক উপাদান তৈরি করা হয়েছে। এসব উপাদান পুরোনো হলেও নতুন ফরম্যাটে তা ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশের ওপর চাপ কমায়। শুধু কাঁচামালের ক্ষেত্রেই নয়, প্যাকেজিং এবং চূড়ান্ত পণ্য উৎপাদনেও এটি ব্যবহার হচ্ছে।
টেকসই সৌন্দর্যে পথপ্রদর্শক
মানুষ সাধারণত প্রাকৃতিক উপাদান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করতে অভ্যস্ত। যেমন, উলের সোয়েটার তৈরির জন্য ভেড়ার লোম ছাঁটাই করা হয়। কিন্তু প্রাণীর ওপর নির্ভরশীল এই পদ্ধতি পুরোপুরি টেকসই নয়। যদিও এখন প্লান্ট-ভিত্তিক বিকল্প এসেছে, তবে পুরো শিল্পের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত গাছপালা পৃথিবীতে নেই। উদাহরণস্বরূপ, কয়েক মিলিলিটার গোলাপ তেল তৈরির জন্য প্রায় দুই লাখ গোলাপের পাপড়ির প্রয়োজন হয়। এই বিশাল চাহিদার সমাধান দিতে কাজ করে বায়োটেক। যা পৃথিবীর জমিতে ফলানোর পরিবর্তে ল্যাবরেটরিতে বিকল্প উপাদান তৈরি করে। ফলে জমি ও পানির অপচয় কমে, পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলে।
পাম অয়েলের বিকল্প!
সৌন্দর্যশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত উপাদান ‘পাম অয়েল’। এটি সারফেকটেন্ট (সাবান ও শ্যাম্পুতে ফেনা তৈরি করে) এবং ইমালসিফায়ার (লোশন ও ক্রিমে টেক্সচার বজায় রাখে) হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এর চাষ ঝামেলাপূর্ণ। এই সমস্যা সমাধানে, C16 বায়োসায়েন্স অ্যান্ড পামলেস নামের এক প্রতিষ্ঠান এমন বায়োটেকনোলজি তৈরি করেছে, যা গাছের বদলে ইস্ট ব্যবহার করে পাম তেলের বিকল্প তৈরি করে। একে ‘প্রিসাইজ ফার্মেন্টেশন’ বলা হয়।