আমের মৌসুম প্রায় শেষ হয়ে এলেও জমজমাট চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের বাজার। এখন প্রতিদিন দেড় থেকে ২ হাজার মণ আম বিক্রি হচ্ছে। টাকার হিসাবে প্রতিদিন ১ কোটি টাকার আম বিক্রি হচ্ছে কানসাটসহ জেলার অন্য বাজারগুলোতে। আশ্বিনা ও কাটিমন আম নিয়ে চলছে বাজার।
চাষি ও ব্যবসায়ীরা বলছেন, আগে এসব আমের তেমন কদর ছিল না। কিন্তু নাবি জাত হওয়ায় এবং অন্য জাতের আম না থাকায় আশ্বিনা আমের জনপ্রিয়তা এখন তুঙ্গে। অতিরিক্ত খরচ করে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে আশ্বিনা আম। বাজারে এখন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আশ্বিনা আম, আর কাটিমন বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা মণ দরে।
আম গবেষকরা বলছেন, এক দশক আগেও চাঁপাইনবাবগঞ্জে আমের একটি অবহেলিত জাত ছিল আশ্বিনা। তরকারি রান্না বা আচার বানানো ছাড়া আর কোনো কাজে লাগত না। তাই তেমন পরিচর্যাও করতেন না চাষিরা। সাম্প্রতিক সময়ে এ আমের কদর বেড়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, দাম ভালো পাওয়ায় নাবি জাত আশ্বিনা ও কাটিমন আমে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত আমের প্রায় ১০ শতাংশ আশ্বিনা।