কুষ্টিয়ার দৌলতপুরে প্রেমঘটিত অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। মৃতের নাম বিনা খাতুন (১৩)। তিনি উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও স্থানীয় কৃষক আতর আলীর মেয়ে।
ঘটনাটি ঘটে গত সোমবার দুপুর ১টার দিকে বিদ্যালয়ের টিফিন বিরতির সময়। সহপাঠীরা জানায়, বিরতির সময়ে ক্লাসরুম ফাঁকা হলে বিনা নিজের ব্যাগে করে আনা মাঠে ব্যবহারযোগ্য ঘাসমারা বিষ পান করে। পরে শিক্ষক ও পরিবারের সহযোগিতায় তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে পরিবার থেকে বকাঝকা খেয়ে অভিমানে বিষপানের সিদ্ধান্ত নেয় বিনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, বিনা খাতুন পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। টিফিন পিরিয়ডে সে ক্লাসে বিষপান করে। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ