শেয়ারবাজারে ঢালাও দরপতন হয়েছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকালও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। সে সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। সেখানেও মূল্যসূচকের বড় পতন হয়েছে।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বেড়েছে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে দাম কমেছে ৩০৫টির। আর ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিন সোমবারের তুলনায় ৮৯ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সব কটি মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে লেন-দেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২২৩ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশনের শেয়ার। ৫৪৬ টাকা ৭০ পয়সা থেকে কমে ৫০৫ টাকা ৭০ পয়সায় কোম্পানিটির ৫০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রবির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৪ লাখ টাকার। ২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ। সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২০২ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৮টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৯ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৬ কোটি ৫১ লাখ টাকা।