জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ২০২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। পালাব না পালাব না বললেও ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু তাদের দোসরদের রেখে গেছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। তদন্তের মাধ্যমে রিপোর্ট চাই কারা ফ্যাসিবাদীদের দোসর ছিল। গতকাল গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন।
জমিয়ত মহাসচিব আরও বলেন, আমরা ইসলামের জন্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য রাজনীতি করি। প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছেন।
৪৭, ৭১ ও ২৪-এর শহীদদের রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তারা গাদ্দার। তিনি বলেন, আমরা অন্যায়কে অন্যায় বলব, সাদাকে সাদা বলব আর কালোকে কালো।