গাজীপুরের টঙ্গীতে বকেয়া পাওনার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেছেন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে টঙ্গী খাঁ-পাড়া রোডের একটি পোশাক কারখানায়।
এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারখানার শ্রমিকরা জানান, গত জুন মাসের বকেয়া ও ওভারটাইমের টাকা না দেওয়ার পায়তার করে আসছে কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আঞ্চলিক সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করে।
খবর পেয়ে টঙ্গী শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌছে আজ বুধবার বিকাল তিনটার মধ্যে তাদের পাওনা পরিশোধের আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রমিকরা শান্ত হন। এ বিষয়ে কারখানার মালিক আশিকুর রহমান সৌরভের সাথে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
টঙ্গী শিল্পপুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) হাবিল হোসেন বলেন, শ্রমিকদের সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে তারা চলে গেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ